দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইএসপিআর

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২৪, ০৯:৪৮ এএম

দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইএসপিআর

সেনাবাহিনী

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সেনাসদস্য কর্তৃক জনসাধারণের সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিও এরই মধ্যে প্রচারিত হয়েছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলেও উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দোষী সেনাসদস্যদের শনাক্তের কার্যক্রম এরই মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাসদস্য কর্তৃক কয়েকজনের সঙ্গে অশোভন আচরণের একাধিক ভিডিওচিত্র প্রকাশ হয়েছে। এই ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, বাংলাদেশ সেনাবাহিনী যেটা কখনোই সমর্থন করে না।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরই মধ্যে দোষী সেনাসদস্যদের শনাক্তের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!