আগস্ট ২৪, ২০২৪, ১০:৪৩ এএম
সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)
বন্যার্তদের সহযোগিতায় বিমানবাহিনীর সব পদবীধারী সদস্যদের একদিনের বেতনের টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার মানসে নিজেদের একদিনের বেতনের টাকা দেন বিমান বাহিনীর সব পদবীধারী সদস্যরা। দেশের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় হেলিকপ্টারযোগে ত্রাণসামগ্রী বিতরণও করেছে তারা।