 
						
                            ছবি: সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর ওয়েবসাইট হ্যাক করে সতর্কবার্তা জুড়ে দিয়েছেন হ্যাকাররা। তারা অনলাইন ভার্সনটির নিরাপত্তা-ত্রুটি বের করে প্রথম আলোর সম্পাদক ও কর্মীদের উদ্দেশে বার্তা প্রকাশ করেছেন। তবে এই কাজের মাধ্যমে প্রথম আলোর কোনও ক্ষতি করার ইচ্ছা তাদের নেই বলেও জানানো হয়েছে ওই বার্তায়।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে প্রথম আলোর ওয়েবসাইটে এ বার্তা দেখা যায়।
সতর্কবার্তায় বলা হয়—
‘প্রিয় মতিউর রহমান স্যার এবং প্রথম আলোর কর্মীবৃন্দ,
আমি প্রথমেই এই বিষয় পরিষ্কার করতে চাই যে আমি আপনাদের শত্রু নই বা দেশের সর্বাধিক পঠিত ও সবচেয়ে বিশ্বাসযোগ্য বাংলা সংবাদপত্র প্রথম আলোর কোনও সম্পদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই।
কিন্তু অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিকস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে।
যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্বপ্রকাশিত কোনও সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোনও মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করে প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে।
তাই আপনাদের সতর্ক করতে আমি এ বার্তাটি প্রকাশ করছি। আপনাদের প্রযুক্তি বিভাগ ও নির্বাহী কর্মকর্তাদের সামনে আমি সকল নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ইচ্ছুক এবং যুক্ত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে তা সংশোধন করতে আগ্রহী। আমার সাথে যোগাযোগের জন্য prothomalosecurityconcern@duck.com এই ঠিকানায় ই-মেইল করার অনুরোধ করা হলো।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম আলোর কয়েকজন সাংবাদিক বলেন, সাইটে সতকর্তা জানিয়েছেন হ্যাকাররা। তবে যতক্ষণ এটা ছিল, ততক্ষণ প্রকাশিত নিউজ পড়া গিয়েছে। আপাতত সমাধান করা হয়েছে।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    