পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতা হৃদয়ের ৭ দিনের রিমান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৫, ০৪:১৭ পিএম

পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতা হৃদয়ের ৭ দিনের রিমান্ড

ছবি: সংগৃহীত

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজির (২৩) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার, ২৩ এপ্রিল ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত এই আদেশ দেন।

গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁরই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার নেতৃত্বে পারভেজকে হত্যা করা হয়।

হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার বনানী থানায় হস্তান্তর করে র‍্যাব১। এর আগে গত রোববার রাতে রাজধানীর মহাখালী থেকে কামাল হোসেন, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে গ্রেপ্তার করে পুলিশ।

Link copied!