বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘রোজার পর পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বিরোধী অভিযান জোরদার করা হবে। তবে এর আগেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে সভা করে প্লাস্টিক ব্যাগ ব্যবহারকারীদের নিরুৎসাহিতকরণ কার্যক্রম গ্রহণ করা হবে।’
জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ এ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাকসকদের কাছে কি প্রত্যাশা করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়ন জোরদারকরণে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপ প্রত্যাশা করছি। মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় তা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।’