ড. ইউনূসের বিশেষ সহকারী হিসেবে আলী ইমাম মজুমদারকে নিয়োগ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২৪, ০৯:০৭ পিএম

ড. ইউনূসের বিশেষ সহকারী হিসেবে আলী ইমাম মজুমদারকে নিয়োগ

আলী ইমাম মজুমদার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে।

সোমবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

১৯৭৭ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন আলী ইমাম মজুমদার।

কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি।

চাকরিজীবনের শেষপর্যায়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আলী ইমাম মজুমদার এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য ও ২০২০ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Link copied!