জানুয়ারি ১৩, ২০২৫, ০৮:১৩ পিএম
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। খবর প্রথম আলো।
সোমবার, ১৩ জানুয়ারি বিকেল চারটার দিকে সচিবালয়ের সামনে তারা এ অনশন শুরু করেন। এর আগে সকাল থেকে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা জানিয়েছেন, ৫ ও ৬ জানুয়ারি তারা একই দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে ৬ জানুয়ারি অবস্থান কর্মসূচি স্থগিত করেছিলেন। ওই সময় দাবি মেনে নেওয়ার জন্য ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তাঁরা। দাবি মেনে না নেওয়ায় আজ তারা আবারও অবস্থান কর্মসূচি পালন করেন।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই রবিউল ইসলাম সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, বিকেল চারটা পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাঁদের কোনো বার্তা দেওয়া হয়নি। তাই তারা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করে সচিবালয়ের সামনে অবস্থান নেন। সন্ধ্যা ছয়টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে আলোচনার জন্য তিনজন প্রতিনিধিকে ডেকে পাঠায়। তিনজন প্রতিনিধি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন। তারা ফিরে এলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
অব্যাহতি পাওয়া আরেক শিক্ষানবিশ এসআই মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ‘অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল সমস্যার সমাধান করে চাকরি ফিরিয়ে দেওয়া হবে। সচিবালয়ে আজ জানতে এসেছি, আমাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সম্প্রতি সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরিতে পুনর্বহালের দাবিতে ৫ ও ৬ জানুয়ারি সচিবালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা।