ছবি: সংগৃহীত
কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্র উপকূল থেকে তিনটি ট্রলারসহ ১৮ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। রোববার রাতে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব এলাকায় মাছ ধরছিল তারা। এসময় জেলেদের জিম্মি করে ট্রলারসহ নিয়ে যায় আরাকান আর্মি।
সেন্টমার্টিন জেটিঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম জানান, সেন্টমার্টিন দ্বীপের মালিকানাধীন তিনটি ট্রলার স্পিডবোটে এসে ধাওয়া করে আরাকান আর্মির সদস্যরা। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে যায়। এসময় ট্রলারে থাকা জেলে নুরুল ইসলাম আরেকটি ট্রলারের সহযোগিতায় পালিয়ে আসে এবং কূলে পৌঁছে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের জানায়।
ধরে নিয়ে যাওয়া তিনটি ট্রলারের মালিক হলেন—মো. আফসার, আবু তাহের ও মো. আলমগীর।
জেলেদের অপহরণের বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ১৮ জনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মিয়ানমার অংশ মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কোস্টগার্ড ও জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
গেল আগস্ট মাসে ১০টি ট্রলার ও ৬৩ জন জেলে অপহৃত হয় বলে জানায় স্থানীয় ট্রলার মালিক সমিতি।