হামলা–লুটপাট উচিত হয়নি, ভবিষ্যতে সচেষ্ট থাকবে সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২৫, ০২:৩২ পিএম

হামলা–লুটপাট উচিত হয়নি, ভবিষ্যতে সচেষ্ট থাকবে সরকার

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের সময় কেএফসি ও বাটার শোরুমসহ বিভিন্ন দোকানে হামলালুটপাটের ঘটনার মতো আর যেন কোনো ঘটনা ভবিষ্যতে না ঘটে তা নিয়ে সরকার সচেষ্ট থাকবে।

মঙ্গলবার, ০৮ এপ্রিল দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, গতকাল দেশের বিভিন্ন জায়গায় লুটপাটের যে ঘটনা ঘটেছে সেটা উচিত হয়নি। এ পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, বাটা বা কেএফসিতে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার সচেষ্ট থাকবে।

Link copied!