বিএনপি-জামায়াতের তিন দিন ব্যাপী অবরোধের প্রথম দিনে নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নেয়।
এদিন, আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দেন ও ঝটিকা মিছিল করে।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় ছাড়াও ফার্মগেট, মিরপুর, গাবতলী, যাত্রবাড়ি, আজিমপুর, শাহবাগ, বংশাল, চকবাজার সহ বিভিন্ন ওয়ার্ডে অবস্থান নিতে দেখা যায়।
অবরোধের প্রথম দিনেই সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতা কর্মীদের সংখ্যাও।
এ সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, আওয়ামী লীগ সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার, বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ রাজপথে আছে থাকবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, এদেশে আগুন সন্ত্রাসের কোন ঠাঁই নেই। যারা মানুষ পুড়িয়ে মারে, যারা জনগণের জানমালের ক্ষতি সাধন করে তাদের রুখে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।
বিএনপির ডাকা তিন দিনের অবরোধকে ঘিরে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তায় রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ, র্যাব ও বিজিবি।
একই দিনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচির নেতৃত্ব অবস্থান নেয় উত্তর আওয়ামী লীগ।
মিরপুর,দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শেরে-বাংলা নগর সহ বেশকিছু স্থানে অবস্থান নিতে দেখা যায় নেতা-কর্মীদের।