কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২৪, ০৭:১৭ পিএম

কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা

ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে পদ ছেড়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ। সেই সঙ্গে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তিনি।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদ ছাড়েন তিনি। তার দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ সময় তাকে বলতে শোনা গেছে, “আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দলীয় চেয়ারম্যান নয়। আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে থাকার।”

যদিও এই নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার বিভিন্ন অভিযোগ রয়েছে। এই ধরনের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে কামরুজ্জামান মাসুদ বলেন, “গত ৪ আগস্ট দেবিদ্বারে কী হবে সেটা আমি জানতাম না। আমাকে দলের জ্যেষ্ঠ নেতারা ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছেন। তারা আমাকে বলেছেন, বাংলাদেশে যেসব ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করতে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‍্যালি ও শোকসভা করা হবে। এজন্য গেছি।”

তিনি আরও বলেন, “আমি গিয়ে যখন দেখলাম ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষ হচ্ছে। তখন আমি বাড়ি ফিরে আসতে চেয়েছি। কিন্তু তারা আমাকে আসতে দেয়নি। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গেছিলাম। পরে জীবন বাঁচাতে সংঘর্ষকারীদের কথা শুনতে বাধ্য হয়েছি।”

Link copied!