অবরোধের দিনে আওয়ামী লীগের ভিন্নধর্মী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২৩, ০২:৫০ পিএম

অবরোধের দিনে আওয়ামী লীগের ভিন্নধর্মী কর্মসূচি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপিসহ ও সমমনা দলগুলোর চতুর্থ দফার অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ (১২ নভেম্বর)। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের সক্রিয় অবস্থান রয়েছেন সতর্ক পাহারায়। প্রতিবারের মতো এবারও সকাল থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলেও অনেকটা ভিন্ন ছিল চতুর্থ দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনটি। 

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয় আর সেই মঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

দেশাত্মবোধক, দলীয় সংগীত, লোকসংগীত , সহ আধুনিক গান পরিবেশন করা হয় এই অনুষ্ঠানে। নেতাকর্মী ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনেকটা বদলে যায় গুলিস্তান, জিপিও বায়তুল মোকাররম, স্টেডিয়াম ও এর আশপাশের চিত্র।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সাথে সংগীতায়োজন উপভোগ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, নেতাকর্মীদের মধ্যে কিছুটা উৎফুল্লতা তৈরি ও আনন্দ দিতেই এমন আয়োজন। এই সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত চলবে। 

তিনি বলেন, অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে প্যান্ডেল বেঁধে দেওয়া হয়েছে যেকোনো মূল্যে ভিন্নধর্মী কর্মসূচি মধ্য দিয়ে হলেও মাঠে থাকবে দক্ষিণ আওয়ামী লীগ। 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল এই আয়োজনে।

Link copied!