‘ঠ্যাং ভেঙে দেয়া’ নির্বাচনী বক্তব্য; ইসির শোকজ পেলেন বাহাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৩, ১২:৪৩ পিএম

‘ঠ্যাং ভেঙে দেয়া’ নির্বাচনী বক্তব্য; ইসির শোকজ পেলেন বাহাউদ্দিন

ফাইল ছবি

উসকানিমূলক বক্তব্য দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিনকে শোকজ দিয়েছে ইসি। এছাড়াও নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন জনিত বিষয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কুমিল্লা জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত চিঠিতে শোকজ করা হয়। এবং আগামী ২৪ ডিসেম্বর সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়।

ইসির চিঠিতে বলা হয়, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নং-২৫৪, কুমিল্লা-৬ এ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে গত ১৮ ডিসেম্বর কুমিল্লা মহানগরের ০৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি পি.টি.আই স্কুল মাঠে উঠান বৈঠক করেছেন এবং উক্ত বৈঠকে আপনি ‘যদি কোন বি.এন.পি এবং জামায়াতের কোন কর্মীকে কোন প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত ঠ্যাং ভেঙে দিবেন। তার হাত ঠ্যাং তেজে দিবেন, আমি আ.ক.ম বাহাউদ্দিন আপনাদের সাথে আছি’ মর্মে উসকানিমূলক বক্তব্য প্রদান করেছেন।

উক্ত বক্তব্যের কারণে নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও ভীতিমুক্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে এবং এতে আপনি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) লঙ্ঘন করেছেন মর্মে দৃষ্ট হয়।

এছাড়াও নিজস্ব ক্ষমতাবলে নিয়ম ভঙ্গ করে উঠান বৈঠক করেছেন মর্মে কুমিল্লা জেলার রিটার্নিং অফিসার বরাবরে কুমিল্লা-৬ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিসেস আঞ্জুম সুলতানার দাখিলকৃত লিখিত অভিযোগের ছায়ালিপি উক্ত আসনের সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে অন্য কমিটির নিকট প্রেরিত হয়েছে বলে জানায় ইসি।

উক্ত বিষয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১ ঘটিকায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া গেল।”

Link copied!