বেইলি রোডে আগুন: গ্রেপ্তার রেস্তোরাঁকর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৩, ২০২৪, ০৮:৪৩ এএম

বেইলি রোডে আগুন: গ্রেপ্তার রেস্তোরাঁকর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ নামের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কতজন রেস্তোরাঁশ্রমিককে গ্রেফতার করা হয়েছে, হাইকোর্ট তার তালিকা চেয়েছেন।

বুধবার( ১৩ মার্চ) এই তালিকা চেয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে পুলিশের আইজিকে এ তালিকা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে আগুনে ৪৬ জনের মারা যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিকদের গ্রেফতার কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। এতে শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়। 

Link copied!