বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। খবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম।
সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।
তিনি শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয়েছে; কাল ক্লিয়ার হয়ে যাবে। এর বেশি কিছু হবে না।
“আকাশে মেঘ থাকার কারণে আজকে দিনের তাপমাত্রা কমবে, কালকেও কম থাকবে। তবে শৈত্যপ্রবাহের দেরি আছে।”
আবহাওয়া অফিস বলছে, শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় সর্বোচ্চ ৭ মিলিমিটার এবং ভোলা, বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে কম-বেশি বৃষ্টি হয়েছে।
ওই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস নথিবদ্ধ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর সর্বোচ ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখেছে বান্দরবান ও চট্টগ্রামের সন্দ্বীপ।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ওই সময় নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।
নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
গত সোমবার রাতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপটি তৈরি হয়। এটি নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হল।