কোটা বিরোধীদের পক্ষে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বরখাস্ত বিসিএস ক্যাডার, বিক্ষোভে শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২৪, ১১:০৯ এএম

কোটা বিরোধীদের পক্ষে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বরখাস্ত বিসিএস ক্যাডার, বিক্ষোভে শিক্ষার্থীরা

কোটা আন্দোলনকারীদের পক্ষে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বরখাস্ত হওয়া আহসান হাবিব

সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে একজন বিসিএস ক্যাডারকে রাষ্ট্র দ্রোহিতার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার পরিচয়- গাইবান্ধা জেলা কৃষি ইনস্টিটিউটের প্রশিক্ষক আহসান হাবিব।

বুধবার (১৭ জুলাই) দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে স্বপদে বহালের দাবিতে তার শিক্ষার্থীরা গাইবান্ধা জেলা কৃষি ইনস্টিটিউট প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকেন।

‘না মালাউন মুসলমান’ নামের ফেসবুক আইডিতে একটি ইসলামিক ভিডিও আপলোড করে ক্যাপশনে তিনি লেখেন, “রাষ্ট্রদ্রোহিতার অপবাদ নিয়ে, যদি আত্মসমর্পণ করি?- তবে জেলে জায়গা কুলাবে না।”

প্রখ্যাত কথাসাহিত্যিক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের উপজীব্যকে পুঁজি করে তিনি আরও লেখেন, “জনসমুদ্রকে ধারণ করার মতো। পর্যাপ্ত জেলখানা। কিংবা জেলখানায় পর্যাপ্ত জায়গা। কোনওটাই হবে না।”

প্রশ্ন তুলেছেন, “স্বঘোষিত রাজাকার। অপবাদ নিয়ে। নিজ হাতে, আবেদন লিখে। আত্মসমর্পণের জন্য। একসঙ্গে, লাখখানেক মানুষও যদি। অনুতপ্ত হয়ে, আত্মসমর্পণ করে? তাতেই না ধারণক্ষমতা ফেল?”

ওই স্ট্যাটাসে তিনি আরও প্রশ্ন তোলেন, “এটা কি রোহিঙ্গা ক্যাম্পের মতো। ইন্ডিয়ার (ভারত) ভেতরে বাংলাদেশি ক্যাম্প?”

কোটাবিরোধীদের সংঘবদ্ধভাবে ‘রাজাকার’ হিসেবে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “কোটাবিরোধীরা, সংঘবদ্ধভাবে আত্মসমর্পণ করো। শিক্ষাগুরুদের রক্ত ঝরছে। তাদের সম্মানার্থে হলেও থামো।”

আহসান হাবিবের ফেসবুক পোস্ট

Link copied!