জুলাই ৮, ২০২৪, ০৬:২১ পিএম
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল-২৪’র অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ছয়জন কর্মকর্তা ও কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত রয়েছেন।
অভিযুক্ত এসব কর্মচারীদের মধ্যে একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন। আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে আসছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য সামনে আনছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।
আরও পড়ুন: বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস
হোটেলের কাজে গিয়ে কুয়াকাটার সৈকতে নামাজ আদায়রত ছিলেন তিনি। বাবার সেই নামাজ আদায়ের সেই ছবি ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ফেসবুকে শেয়ার করেছিলেন। সামাজিক মাধ্যমে সেটা এখন ভাইরাল এবং ব্যবহারকারীদের আলোচনার বিষয়ে পরিণত হয়ছে।
তোলপাড় ফেলে দেওয়া আবেদ আলীকে এরই মধ্যে নেটিজেনরা ফেসবুকে রিকমেন্ডেশনের বন্যায় ভাসিয়ে দিয়েছেন।
মাত্র ৩ ঘণ্টা আগে জাওয়াদ তাহসিন রিকমেন্ডেশন লেখা শুরু করেন। অল্প সময়ের ব্যবধানেই রিকমেন্ডেশনের সংখ্যা ৭৭ ছাড়ায়। প্রথম রিকমেন্ডেশনে রিঅ্যাক্টের সংখ্যা ২৯টি। এ ছাড়া অন্যান্য ব্যবহারকারীরা তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে শুরু করেছেন। অনেকে আবার সার্কাজম পোস্ট করে তাকে রীতিমতো কৌতুকের পাত্রে পরিণত করতে শুরু করেছেন।