দুদকে হাজির না হয়ে লিখিত বক্তব্য দিলেন বেনজীর

জাতীয় ডেস্ক

জুন ২৩, ২০২৪, ০৬:০২ পিএম

দুদকে হাজির না হয়ে লিখিত বক্তব্য দিলেন বেনজীর

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকের জিজ্ঞাসাবাদের জন্য রোববার (২৩ জুন) হাজির হননি সাবেক আইজিপি বেনজীর আহমেদ। তবে উপস্থিত না হয়ে চিঠি দিয়ে নিজের বক্তব্য দেন সাবেক এই আইজিপি।

বেনজীর আহমেদ আইনজীবীর মাধ্যমে অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমিন।

অনুসন্ধানের অংশ হিসেবে গত ৬ জুন বেনজীর আহমেদকে এবং  ৯ জুন  তার স্ত্রী জীশান মীর্জা ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়। কিন্তু এর আগেই বেনজীর আহমেদ স্বপরিবারে বিদেশে চলে গেছেন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। পরে বেনজীরের পক্ষে তার আইনজীবী ১৫ দিনের সময় চাইলে ২৩ জুন তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলা হয়। আর তার স্ত্রী ও মেয়েদের দুদকে হাজির হতে বলা হয়েছে  ২৪ জুন ।

এ বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, “বেনজীর আহমেদ আইনজীবীর মাধ্যমে গত ২১ জুন দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। এবারের চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি। লিখিত বক্তব্যে বেনজীর আহমেদ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।”

উল্লেখ্য, বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর ও  ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

Link copied!