আসন্ন উপজেলা নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে দুই থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে প্রশাসনের প্রস্তুতির বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।’
আরও পড়ুন: যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করার বার্তা সিইসির
ইসি জাহাংগীর আলমগীর বলেন, আচরণবিধি লঙ্ঘন নিয়ে মাঠ প্রশাসনকে এখন পর্যন্ত কোন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি। কর্মকর্তারা নিজ নিজ জেলার সুবিধা-অসুবিধা তুলে ধরেছেন। কয়েকটি জেলার জন্য অতিরিক্ত ফোর্স চাওয়া হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের মতই নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপারদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।