বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২৩, ০৩:৫৮ এএম

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু, যান চলাচল স্বাভাবিক

অবরোধের প্রথম দিন সকাল থেকে রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক। ছবি: সংগৃহীত

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিন আজ। রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু এই অবরোধ চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

অবরোধের প্রথম দিন সকাল থেকে রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাসসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। সড়কে যাত্রীর চাপও আছে।

অন্যদিকে, অবরোধ ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে এবং গাড়ি নিয়ে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে নিউমার্কেট থানা, ধানমন্ডি মডেল থানার পাশাপাশি সড়কের উভয় পাশেই অবস্থান নিতে দেখা গেছে ডিএমপির পুলিশ সদস্যদের।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, অবরোধের কোনো প্রভাব নেই। যান চলাচল স্বাভাবিক আছে। মানুষজন স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। এই এলাকার আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।

বিএনপি সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন চলতি সপ্তাহের শেষ দিকে তফসিল ঘোষণা করতে পারে। এটি বিবেচনায় রেখে অবরোধ কর্মসূচি বাড়িয়েছে বিরোধী দলগুলো। তফসিল ঘোষণার পর কর্মসূচি আরও জোরদার করার পরিকল্পনা করছে আন্দোলনরত সরকারবিরোধী দলগুলো।

বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, এলডিপি, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো পৃথকভাবে অবরোধের কর্মসূচি দিয়েছে। জামায়াতে ইসলামীও পৃথকভাবে রবি ও সোমবার অবরোধের ঘোষণা দিয়েছে। এটি হবে চতুর্থ দফা অবরোধ। এর আগে ৩১ অক্টোবর থেকে সারা দেশে অবরোধের কর্মসূচি শুরু করে বিএনপি। তিন দফায় মোট সাত দিন এই অবরোধ হয়। চতুর্থ দফায় আজ ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হলো।

Link copied!