২৮ তারিখে বিএনপি জামায়াতের মৃত্যু হয়ে গেছে, এখন শুধু চোরাগোপ্তা হামলা ছাড়া তাদের হাতে কিছু নাই। নির্বাচনের আগ পর্যন্ত এদেরকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক জরুরি বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে জয়লাভ করার আগ পর্যন্ত মাঠে থাকতে হবে এখন বিশেষ মুহুর্ত চলছে যাকে বলে স্ট্যান্ড বাই থাকা। বিএনপির এই জ্বালাও পোড়াও রুখে দিতে রাজপথ ছাড়া যাবেনা। যেকোনো সময় যেকোনো খবর আসতে পারে প্রস্তত থাকতে হবে।
অবরোধের দিন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের জড়ো হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই নেতা। তিনি বলেন, মোড়ে মোড়ে নেতাকর্মীদের পাহাড়া আরও বাড়াতে হবে, যারা ওয়ার্ডের নেতা-কর্মী তারা নিজ ওয়ার্ডেই অবস্থান করবে। যার যার স্থান থেকে নেতৃত্ব দিবেন। প্রতিটি থানায় ৫টা স্পট করার পরামর্শও দেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা তা না করে সবাই চলে আসেন দলীয় কার্যালয়ে কেন? দলীয় কার্যালয়ে থাকবে কেন্দ্রীয় নেতারা। আপনাদের ২ মাস রাজপথে থাকতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই ১৯ বঙ্গবন্ধু এভিনিউতে আসেন সেখানে সবার সাথে গোপনে আলাপ হবে।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ অনান্য নেতৃবৃন্দ। এসময় আসন্ন সভা সমাবেশ নিয়েও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারা।
একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবন অডিটোরিয়ামে প্রতিনিধি সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।