নভেম্বর ২৬, ২০২৩, ০৪:১০ এএম
গোলাপুর রহমান।
কারান্তরীণ থাকা অবস্থায় বিএনপি নেতা গোলাপুর রহমানের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল পৌনে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
নিহত গোলাপুর রহমান ছিলেন চট্টগ্রাম মহানগরের চাঁন্দগাও থানার ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২৩ ঢাকার মহাসমাবেশের আগেরদিন শুক্রবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে।