ক্ষমতায় আসার মূলা ঝুলিয়ে নেতাকর্মীদের জড়ো করেছিল বিএনপি, তাদের এসব সমাবেশে জনগণের সম্মেলন ঘটেনি। বিএনপির আন্দোলনে তাদের নেতারাই হতাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একুশে আগস্টের হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। বাংলাদেশে `৭৫ থেকে শুরু হওয়া হত্যাকাণ্ড, ষড়যন্ত্রের রাজনীতির ধারাবাহিকতা চলে আসছে।
তিনি আরও বলেন, আজকে আমরা একটা কথা বলতে চাই ও দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই— এই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সাথে যারা জড়িত, যারা গণতন্ত্রের নামে মায়াকান্না করছে তাদের সাথে গণতান্ত্রিক শক্তির সঅবস্থানের কোনো সুযোগ আছে কিনা?
সেতুমন্ত্রী বলেন, এ দেশে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই। আন্দোলনের জন্য দুটা বিষয় লাগে। একটা অবজেক্টিভ আরেকটা সাবজেক্টিক। তাদের অবজেক্টিভ কন্ডিশনও নেই, সাবজেক্টিভ প্রিপারেশনও নেই বলেও মন্তব্য করেন তিনি।