ফের বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩, ২০২৩, ০৩:৪৬ এএম

ফের বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

চলছে নবম দফার অবরোধ। সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ফের বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা নবম দফার অবরোধ।

অবরোধ কর্মসূচি শুরুর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে অবরোধ কর্মসূচির সমর্থনে গতকাল সন্ধ্যায় ঢাকার আগারগাঁও থেকে শেওড়াপাড়া সড়কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মশালমিছিল হয়।

গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ডাক দেন রিজভী। সেসময় তিনি বলেন, সরকার পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন।

Link copied!