ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের পাশে একটি ফুটপাত থেকে দুই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে পুলিশ দুই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন-অর রশিদ দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আনুমানিক রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের পাশে একটি গলির ফুটপাত থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নবজাতকেরা ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
শাহবাগ থানার এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, “মরদেহগুলো কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”