আটকের ৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

জাতীয় ডেস্ক

মে ৩, ২০২৫, ১২:২৪ পিএম

আটকের ৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি-বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। (ফাইল ছবি)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাঠিয়ারভিটা সীমান্ত থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক দুই বাংলাদেশিকে আট ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দেওয়া হয়েছে। 

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন চেকপোস্টের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।

আটক দুইজন হলেন বগুড়ার মহাস্থান এলাকার ২০ বছর বয়সী সাজেদুল ইসলাম তাঁর ১৬ বছর বয়সী ভাগনে, যিনি পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, মামা-ভাগনে চা-বাগানের ছবি তুলতে গিয়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের ভেতরে ২০-২৫ গজ প্রবেশ করেন। সময় ভারতের কোচবিহারের গোমতী ক্যাম্পের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল তাঁদের আটক করে।

ঘটনার খবর পেয়ে ধবলসুতি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করেন। পরে আলোচনার পর তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!