মানুষের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ৭, ২০২৪, ০১:০৬ পিএম

মানুষের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট: প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে আলোচনা সভা শুরুর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি: পিএমও

আমরা মানুষের প্রয়োজন মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই আমরা এবারের বাজেট করেছি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “খুব সংরক্ষিতভাবে আমরা এগোতে চাই। যাতে আমাদের দেশের মানুষের কষ্ট না হয়।”

শুক্রবার (৭ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তেজগাঁওয়ে সংবাদচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

তিনি বলেন, “সরকার সীমিতভাবে এগোতে চায়। সেভাবেই বাজেট করা হয়েছে। বাজেট ঘাটতি ৫ শতাংশের মতো, উন্নত দেশেও এর চেয়ে বেশি থাকে।

আরও পড়ুন: আবারও ফিরে এলো কালো টাকা সাদা করার সুযোগ

কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জিনিসপত্রের দাম বাড়ার বাস্তবতায় অনেকের হাতে থাকা টাকা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। সব সরকারই এটি করেছে।”

তেজগাঁওয়ে সংবাদচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

শেখ হাসিনা অভিযোগ করেন, “বিএনপির শাসনামলে মাত্র ৬২ হাজার কোটি টাকার বাজেট ছিল, এবার বাজেট দেওয়া হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার।”

আওয়ামী লীগ সভাপতি দাবি করেন, “জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।”

Link copied!