বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনব্যাপী সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনের ভোরবেলায় ঢাকা ও চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার সাভারের বলিয়াপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গাড়ির সব কটি আসনসহ যন্ত্রাংশ পুড়ে গেছে।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে পার্ক করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে খবর পায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে গাড়ির যন্ত্রাংশসহ ভেতরের সবকিছু পুড়ে গেছে। বাসটি ঢাকা থেকে গাইবান্ধায় চলাচল করত।
বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মো. নুরুল ইসলাম বলেন, দ্রুতই আগুন নিয়ন্ত্রণে এনে নেভানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সকাল আটটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে দিয়ে বাসটি কর্ণফুলী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। সামনে অবরোধকারীদের দেখে বাসটি ফিরে আসার চেষ্টা করে। পরে অবরোধকারীরা বাসটি আটকিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। বাসের চালক ও সহকারী দ্রুত নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন দেওয়ার আগে স্লোগান দিয়ে বাসটি ভাঙচুর করা হয়। পরে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে বাসটি পুড়ে যায়।