জুলাই ১৪, ২০২৪, ১০:০১ এএম
একজন বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক এবং আরেকজন বাংলাদেশ পুলিশের এসআই পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দিতেন তরিকুল ইসলাম সোহাগ (২৭) ও নাইম হোসেন (২০)।
অনেকেই তাদের ফাঁদে পা দিলেও এবার তারা র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে, বলে জানিয়েছে র্যাব।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার থেকে শনিবার বিকেল ৫টার দিকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরিকুল নাটোরের নলডাঙ্গা উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে। আর নাইম হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মনোয়ার হোসেনের ছেলে।
র্যাব জানায়, তরিকুল ইসলাম সোহাগ এসআই এবং তার সহযোগী নাইম হোসেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পরিচয়ে মানুষকে চাকরির প্রলোভন দিতেন। এমনভাবে একজনের সাথে ১২ লাখ টাকার বিনিময়ে বাংলাদেশ বিমান বাহিনীর সিভিল গাড়িচালক পদে চাকরি দেওয়ার মৌখিক চুক্তি হয়। গতকাল পদের পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নামে অগ্রিম ২৬ হাজার ৩শ টাকা দাবি করলে চাকরিপ্রার্থী বিষয়টি সন্দেহ করে র্যাবকে জানায়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা বলেন, গ্রেপ্তার দুই প্রতারকের মধ্যে তরিকুলের কাছে র্যাবের জ্যাকেট পাওয়া গেছে।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে, বলে আরও জানান তিনি।