সিলেটে চিনি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ-ছাত্রদলের ৫ নেতা ও ২ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) তাদেরকে আদালতে নেওয়া হবে। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (১৩ জুন) রাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ছাত্রলীগ নেতারা হলেন চৌকিদেখীর ইসমাইল আলীর ছেলে খোরশেদ আলম, আবহাওয়া অফিস এলাকার তোফায়েলের ছেলে মো. লিটন ও লিচুবাগান এলাকার বাসিন্দা ইসকান্দর আলীর ছেলে জুয়েল আহমদ।
ছাত্রদল নেতারা হলেন নগরীর খাসদবীর মৃত আব্দুর রহমানের ছেলে ইশতিয়াক রহমান রাজু ও চৌকিদেখী এলাকার মাহমুদ আহমদের ছেলে ফাহাদ আহমদ।
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাযোগে কোম্পানীগঞ্জের এক ব্যবসায়ী সিলেট নগরীতে আসছিলেন। এ সময় ছাত্রদল নেতা ইশতিয়াক রহমান রাজু ও ছাত্রলীগের চার নেতা মিলে চিনি ছিনতাই করে। পরে ছিনতাইকৃত চিনি সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থানার টহল পুলিশ তাদের আটক করে।
ওসি মোহম্মদ নুনু মিয়া জানান, “বৃহস্পতিবার রাতে ৭ বস্তা চিনি ও সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। আটক ছিনতাইকারী ও ভারতীয় চিনি চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।”