তিস্তা নিয়ে চীন ও ভারতের প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “দেশের জন্য যেটা লাভজনক সেটা গ্রহণ করা হবে।”
মঙ্গলবার (২৫ জুন) গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
তিস্তা নদীর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “দুটি প্রস্তাব বিবেচনা করে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের পানির সমস্যার অনেকাংশেই সমাধান হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের বিষয়ে বাংলাদেশ কখনো নাক গলায় না। সবার সঙ্গে বন্ধুত্ব রেখেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি আমি। ভারত আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাই তাদের অবদান গুরুত্বপূর্ণ। চীনও আমাদের উন্নয়নে অবদান রাখছে। দুই দেশের ভূমিকাই তাই অনস্বীকার্য।”