ডিসেম্বর ১২, ২০২৪, ০৭:৩০ পিএম
চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ওকালতনামা জমা না দেয়ায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির আবেদন নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। পূর্বনির্ধারিত তারিখ ২ জানুয়ারিতেই হবে শুনানি।
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর বিকেলে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম এ আদেশ দেন।
সকালে দ্বিতীয় দিনের মতো ঢাকা থেকে যাওয়া আইনজীবী রবীন্দ্র ঘোষ জামিন শুনানির আবেদন জমা দেন।
বিকেলে আদেশের পর রবীন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, “আজ মুভ করেছিলাম। এই বারের আরেকজন আইনজীবী না থাকার কারণে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। এটা যদি রিজেক্ট হয়, আমরা হাই কোর্টে যাব।”
পরে চট্টগ্রামের আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, “আদালত ওনাকে (রবীন্দ্র ঘোষ) সুযোগ দিয়েছিলেন৷ কিন্তু তিনি বিধি মোতাবেক উপস্থিত হতে পারেননি। তাই আবেদনটি নথিভুক্ত করা হয়েছে। চিন্ময় দাসের জামিন শুনানি পূর্ব নির্ধারিত ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।”
এর আগে বুধবার একই আদালতে আইনজীবী রবীন্দ্র ঘোষের করা তিনটি আবেদন খারিজ হয়েছিল। রাষ্ট্রপক্ষ ও আইনজীবী সমিতির নেতারা কাল জানিয়েছিলেন, আসামি চিন্ময়ের পক্ষে আইনজীবী রবীন্দ্র ঘোষের কোনো ওকালতনামা না থাকায় আদালত আবেদনগুলো খারিজ করেছে।
রবীন্দ্র ঘোষ কাল দাবি করেছিলেন, আইনজীবীদের বাধায় আদালতে আবেদনের শুনানি করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে আইনজীবীদের দাঁড়াতে বাধা দেয়ার অভিযোগ করে আসছে।
যদিও চট্টগ্রামের আইনজীবী সমিতির নেতারা এ অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে, সমিতির সদস্যদেরকে এ সংক্রান্ত মামলার শুনানি থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তারা।