ময়মনসিংহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ২ যুবদল কর্মী নিহত

জাতীয় ডেস্ক

আগস্ট ৮, ২০২৪, ০১:৪৭ পিএম

ময়মনসিংহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ২ যুবদল কর্মী নিহত

প্রতীকী ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদলের দুই কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া এ  ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (৭ আগস্ট) বেলা দুইটার দিকে পৌরশহরের নতুনবাজার এলাকায় এবং মঙ্গলবার রাতে পৌর এলাকার কাচারী রোড রেলক্রসিং এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন জসিমউদ্দিন (৩৪) ও সবুজ আকন্দ (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরশহরের নতুনবাজার এলাকায় গফরগাঁও উপজেলা যুবদলের কর্মী জসিমউদ্দিন আধিপত্য বিস্তার করতে গেলে যুবদলকর্মী সুমনের দলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এ সময় সুমনের পক্ষের লোকজনের ছুরিকাঘাতে জসিমউদ্দিন আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংঘর্ষে যুবদল কর্মী তুষার, আবদুল হামিদ, মাহবুব, সুবল চন্দ্র মোদক গুরুতর আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ সময় জসিমউদ্দীনের কর্মীরা সুমন, হেলাল উদ্দিন, জামাল উদ্দিন ও জমির বেপারীর বাড়িতে অগ্নিসংযোগ করে এবং দশটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে বিকেলে  জসিমউদ্দিনের স্বজনরা মরদেহ নিয়ে বিচারের দাবিতে পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে।

এর আগে, গত মঙ্গলবার রাতে পৌর এলাকার কাচারী রোড রেলক্রসিং এলাকায় যুবদল কর্মী সবুজ আকন্দ পৌর ছাত্রদলের ওয়ার্ড সভাপতি মেহেদী কাজীর ছুরিকাঘাতে নিহত হন বলে পরিবারের লোকজন অভিযোগ জানিয়েছেন।

সবুজ আকন্দের মামা কামালউদ্দিন বলেন, “এলাকার প্রভাব বিস্তার নিয়ে সবুজ ছুরিকাহত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। পরে বাড়ির লোকজন লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।”

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, “ছুরিকাহত দুইজনই স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগে মারা যান।”

Link copied!