বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের প্রথম দিন দিনভর সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছেন ছয়জন। এর মধ্যে বেশির ভাগই গুলিবিদ্ধ ছিলেন।
নিহত ৫ জন হলেন- আব্দুল্লা সিদ্দিকি (২৩), অহিদুল ইসলাম (২২), রমিজ উদ্দিন রুপ (২৪), রেজাউল করিম (১৬), রিয়াজুল তালুকদার (৩৫)। বাকি একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
রোববার (৪ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। সূত্র জানায়, জিগাতলায় আব্দুল্লা সিদ্দিকি, ফার্মগেটে অহিদুল ইসলাম ও রমিজ উদ্দিন রুপ এবং যাত্রাবাড়ীতে রেজাউল করিম ও রিয়াজুল তালুকদার আহত হন।
এ ছাড়া দিনভর সংঘর্ষে আহত হয়ে ২৫৭ জন চিকিৎসা নিয়েছেন এবং এখনও পর্যন্ত ৭৬ জন চিকিৎসাধীন রয়েছেন।