জুলাই ১৫, ২০২৪, ০১:৪৬ পিএম
কোটা বাতিলের দাবিতে আদালতের আদেশ অমান্য করলে ও আইন-শৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোসেনি দালান ইমাম বাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন তিনি।
ব্রিফিংয়ে শিক্ষার্থীদের কোটা আন্দোলন চলমান অবস্থায় নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “চলমান কোটা আন্দোলনের বিষয়টি আদালতের বিষয়। উচ্চ আদালত যে আদেশ দিবে সেটিকে শ্রদ্ধা ও মানা নাগরিকের দায়িত্ব। আমরা আদালতের নিয়ম মানতে বাধ্য। যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গে কোনো ধরনের অপতৎপরতা চালায়, সেটি যেই হোন তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে।
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ও ইমাম বাড়া ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডগ স্কোয়াড দিয়ে চেকিং, সুইপিং করা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান ডিএমপি কমিশনার। তিনি জানান, অনুষ্ঠান শুরুর আগে আগতদের আর্থওয়ে মেশিন দিয়ে চেকিং করা হবে। ইমাম বাড়ার আশেপাশের ভবন থেকে নজরদারি করা হবে। তাজিয়া মিছিলের আগে ও পেছনে পুলিশ থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে।