অজানা জ্বরে দুই শিশুর মৃত্যু, বাবা–মা আইসোলেশনে

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০১:২৪ পিএম

অজানা জ্বরে দুই শিশুর মৃত্যু, বাবা–মা আইসোলেশনে

ছবি: ইউএনবি

রাজশাহীতে অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর পরে তাদের বাবা-মাকেও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিপাহ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে নজরদারিতে রাখা হয়েছে।

নিহত দুই শিশু মধ্যে মুনতাহা মারিশার বয়স প্রায় দুই বছর। আর তার বোন মুফতাউল মাশিয়ার বয়স পাঁচ বছর। গত শনিবার বিকেলে জ্বর নিয়ে রামেক হাসপাতালের আইসিইউতে মারা যায় মুফতাউল। আর গত বুধবার একই লক্ষণ নিয়ে মারা যায় ছোট বোন মুনতাহা।

স্বজনরা বলছেন, গত ১৩ ফেব্রুয়ারি সকালে না ধুয়ে বড়ই খেয়েছিল দুই বোন। পরদিন ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে মুনতাহার জ্বর হয়। দুপুরের পর শুরু হয় বমি। রাজশাহীর সিএমএইচ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপর গত শুক্রবার সকাল থেকে মুফতাউলেরও জ্বর ও বমি শুরু হয়।  রাতে পুরো শরীরে ছোপছোপ কালো দাগ উঠতে শুরু করে। রাতেই তাকে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার মারা যায় সে।

শিশু দুটির বাবা মনজুর রহমান রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক। আর মা পলি খাতুন গৃহিণী।

রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. মোস্তফা কামাল নুপুর বলেন, অবশ্যই কোনো ভাইরাসের কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই বোনের ক্ষেত্রে একই উপসর্গ দেখা গেছে। প্রথমে প্রচণ্ড জ্বর; সেটা ১০৩ ডিগ্রি, ১০৪ ডিগ্রি পর্যন্ত। জ্বরের পর বমি ও তারপর গায়ে র‍্যাশ উঠতে দেখা যায়। আমরা ভাইরাসটাকে শনাক্ত করতে পারিনি। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মূল বিষয়টি জানা যাবে। 

Link copied!