কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক পালনের সিদ্ধান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২৪, ১০:০১ এএম

কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক পালনের সিদ্ধান্ত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার একদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সূত্র গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।

চলতি মাসের শুরুতেই কোটা আন্দোলনের সূত্রপাত হয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এই আন্দোলন সহিংসতায় রূপ নেয় ১৫ জুলাই। ১৬ জুলাই ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। এরপর থেকে সহিংসতার মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নিহতের সংখ্যা।

শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়লে বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে দেশজুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করে সরকার। এই পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করছে সরকার। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিএনপি।

Link copied!