ডেমরায় বাশেরপুল জহির স্টিল মিলে বিস্ফোরণের খবর এসেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
শনিবার (১ জুন) রাত সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
দগ্ধরা হলেন- তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)।
ঘটনার বর্ণনা দিয়ে দগ্ধ মেকানিক্যাল শিফট ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, “আমি এবং আমার টিম নিয়ে গিয়ার নামে একটি যন্ত্র খুলছিলাম। যন্ত্রটি ওভারহিটের কারণে বিস্ফোরিত হয়। তখন খুব কাছাকাছি থাকায় আমার ও সুজন নামে আরেকজনের বুকে-হাতে আঘাত লাগে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বাকিদের শরীরে বিস্ফোরণে গরম বাতাস গিয়ে লাগে।”
ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, “দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলে ও বাকি চারজনকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। ঘটনাটি ডেমরা থানায় জানানো হয়েছে।”