চার কিলোমিটার দূরে আকাশপথে আক্রমণ করা মিসাইল, যুদ্ধবিমান, হেলিকপ্টার বা ড্রোন সেকেন্ডেই ধ্বংস হবে এমন বিধ্বংসী অস্ত্র প্রথমবারের মত যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে। যাকে বলা হচ্ছে এডি আর্টিলারি গান।
সোমবার (১১ মার্চ) এ অস্ত্রের সফল ফায়ারিং হয়েছে কক্সবাজারের ইনানিতে। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ফায়ারিং পর্যবেক্ষণ এবং পুরো কার্যক্রম পরিদর্শন করেন।
বেলা সাড়ে ১২টার দিকে বাহিনীতে নতুন সংযুক্ত একটি এডি আর্টিলারি গানে লোড করা হয় ২৩৮টি গোলা। এরপর শুরু হয় ফায়ারিং, মুহুর্মুহু গোলার আঘাতে সেকেন্ডেই ধ্বংস আকাশপথে চার কিলোমিটার দূরে থাকা ড্রোন।
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মত ১২ কিলোমিটার রেঞ্জ ক্ষমতা সম্পন্ন ৩৫ মিঃ মিঃ টুইন ব্যারেল এ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেম এর ফায়ারিং অনুষ্ঠিত হলো, যা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এই এডি আর্টিলারি গান সিস্টেম ৪ কিলোমিটার দূরত্বে নিখুঁতভাবে স্থল এবং আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’