ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৭:১৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, **“ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই আমরা। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়।

ফায়ার সার্ভিস জানায়, টিনশেড রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছিল। পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিটের দ্রুত প্রতিক্রিয়ায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

Link copied!