ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা দখলে নিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ছয়টায় এই চিত্র দেখা যায়। সকাল সাড়ে আটটা পর্যন্ত ওই এলাকায় এই অবস্থাই দৃশ্যমান ছিল।
শুক্রবাদ মোড় থেকে ধানমন্ডির ৩২ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। একটু পর পর মিছিল নিয়ে বের হচ্ছে। ধানমন্ডি-২৭ ঘুরে আবারও ৩২ নম্বরে জড়ো হচ্ছেন অনেকে। আবার ধানমন্ডি ৩২-এর লেক পাড়ও লাঠি ও পাইপ হাতে দখলে রেখেছে ছাত্র-জনতা।
এদিকে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মেট্রো শপিং মল মোড়েও অবস্থান নিয়েছেন।
উল্লেখ্য, ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনও নেতাকে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে দেখা যায়নি। তবে দুই-এক জন নেতাকর্মী কালো পোশাকে এলে তাদের ধাওয়া করে ছাত্ররা। কাউকে সন্দেহ হলে ছাত্ররা মোবাইল ফোন তল্লাশি করে দেখেন বলেও জানা গেছে।