শনিবার (২৮ অক্টোবর) সমাবেশের নামে বিএনপি’র তান্ডব চলাকালীন পেশাগত দায়িত্ব পালনকালে আহত গণমাধ্যম কর্মীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
মহাসমাবেশের নামে বিএনপির ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পর থেকেই ডিএমপি মিডিয়া সেন্টারের মাধ্যমে আহত সাংবাদিকদের তালিকা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরপরই কমিশনারের পক্ষ থেকে আহত সাংবাদিকদের সার্বিক খোঁজখবর নেয়া হচ্ছে।
বিএনপির সমাবেশে সংঘর্ষের সংবাদ প্রচারের সময় রাবার বুলেটের আঘাতে আহত হন দ্যা রিপোর্টের চিত্রগ্রাহক তাহির জামান প্রিয়।
সোমবার (৩০ অক্টোবর) দ্যা রিপোর্টের আহত সংবাদকর্মীর জন্য উপহা্র এবং ফলমূল পাঠিয়েছেন ডিএমপি কমিশনার। এই উপহার নিয়ে আসেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নূর মোহাম্মদ।
তাহির জামান চিকিৎসারত অবস্থায় থাকায় সার্বিক খোঁজখবর নিয়ে তাঁর সহকর্মীদের হাতে উপহার ও ফলমূল তুলে দেন তিনি।
ডিএমপি`র পক্ষ থেকে জানানো হয়, ২৮ অক্টোবর সাংবাদিকরা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এ সকল হৃদয়বান সাংবাদিককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ডিএমপি কমিশনার।
গত শনিবারের বিএনপির ধ্বংসযজ্ঞের সার্বিক পরিস্থিতি নিয়ে রাত সাড়ে দশটায় সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকরা পুলিশের বন্ধু। তারা জাতির বিবেক। সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সবসময় সাংবাদিকদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, শনিবার সমাবেশের অনুমতি নিয়ে কাকরাইল, ফকিরাপুল, বিজয়নগরসহ আশপাশ এলাকায় বিএনপি আগুন দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের মাঝে আতঙ্কের সঞ্চার করে।
সেদিন বিএনপি নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তাদের হামলায় একশতাধিক পুলিশ সদস্যএবং প্রায় ৩৫ জন সাংবাদিক আহত হয়েছেন।