পূর্বনির্ধারিত স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের সিদ্ধান্ত ডিএমপির

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৬, ২০২৩, ১০:৩৫ পিএম

পূর্বনির্ধারিত স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের সিদ্ধান্ত ডিএমপির

আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া  আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ পূর্বনির্ধারিত স্থানে করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দলকেই অনুমতি দেওয়া হয়নি বলেও জানিয়েছেন ডিএমপি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার (২৭ অক্টোবর)। তবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত দেশের বড় দুই রাজনৈতিক দলের সমাবেশ তাদের পূর্বনির্ধারিত স্থানেই করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীকে কোনোভাবেই মাঠে নামতে দেবে না ডিএমপি দেওয়া হয়নি কোন অনুমতিও।

ডিএমপি সূত্র বলছে, শর্ত সাপেক্ষে দেয়া হতে পারে অনুমতি, তবে অপ্রীতিকর পরিস্থিতি কিংবা বিশৃঙ্খলা করলে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ওই দিন আওয়ামী লীগও ঢাকায় উন্নয়ন ও শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

এবার ২৮ অক্টোবর বিরোধী দল বিএনপি ও তাদের মিত্ররা ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি দিয়েছে। পাল্টা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগও। ফলে আবারও সংঘাত হয় কি না, সেই শঙ্কা আছে জনমনে ও রাজনৈতিক মহলে।

Link copied!