হেলপার যেন ড্রাইভার না হয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

মে ৩০, ২০২৪, ০৫:৩৮ পিএম

রাজধানীর বিআরটিএ ভবনে ওবায়দুল কাদের। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

হেলপার যেন ড্রাইভার না হয়, সেদিকে নজর দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “হেলপার যেন ড্রাইভার না হয়। হেলপার ড্রাইভার হলে তো দুর্ঘটনা হবেই।”

বুধবার (৩০ মে) দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনে বিভিন্ন অংশীজনের সঙ্গে সভা শেষে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ কথা বলেন।

রাজধানীর বিআরটিএ ভবনে অংশীজনরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ওবায়দুল কাদের বলেন, “ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে ঢাকার প্রবেশপথসহ বিভিন্ন পয়েন্টে বাড়তি নজরদারি ও গাড়ি সরবরাহ পর্যাপ্ত রাখতে বলা হয়েছে। ঈদের পরে নজরদারি কমে যাওয়ায় সড়কে দুর্ঘটনা বেড়ে যায়। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়কে তদারকি বাড়াতে হবে।”

সেতুমন্ত্রী আরও বলেন, “৩০ থেকে ৪০ মিনিটে কুমিল্লা থেকে ঢাকায়ে এসে হানিফ ফ্লাইওভারে দেড়-দুই ঘণ্টা বসে থাকতে হয় । গাড়ির চাপে স্থবির হয়ে থাকে হানিফ ফ্লাইওভার। জাতীয় স্বার্থেই এই সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”

রাজধানীর বিআরটিএ ভবনে সেতুমন্ত্রী। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে অনেক যাত্রীর কাছে টাকা থাকে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “জনগণের স্বার্থে বাস মালিকদের অতিরিক্ত ভাড়া বন্ধে কঠোরভাবে মনিটরিং করার অনুরোধ করছি। বিআরটিসি ও এই কাজটা করে।”

ওবায়দুল কাদের আরও বলেন, “বৃষ্টির সময় খোড়াখুড়িতে শহরে যানজট সৃষ্টি হয়। এ সময় রাস্তার কাজ অন্তত সাত দিন বন্ধ রাখতে হবে। সিএনজি স্টেশন ঈদের আগে ৭ দিন এবং পরে ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ আরও অনেকে। 

Link copied!