সোমালি জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিককে ঈদের আগে মুক্তি নিয়ে সংশয়ের কথা জানিয়েছে জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের (কেএসআরএম) অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিং কর্তৃপক্ষ।
তিন সপ্তাহ হলো সোমালি জলদুস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। জিম্মি হওয়ার ৯ দিনের মাথায় জলদস্যুদের তরফ থেকে ফোন আসে জাহাজ মালিকপক্ষের কাছে। এরপরই জিম্মি নাবিকদের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা সামনে আসে।
কেএসআরএম মিডিয়া উপদেষ্টা মিজানুর ইসলাম বলেন, ঈদের আগে জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দস্যুদের প্রতিনিধির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আলোচনার অগ্রগতি হয়েছে, তবে ঈদের আগে মুক্ত হবে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঈদের আগে জিম্মিরা মুক্তি পেলেও তারা ঈদের আগে দেশে ফিরতে পারবেন না।
নৌবাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, আলোচনা চলছে। যেহেতু মালিকপক্ষের পূর্ব অভিজ্ঞতা আছে, সে নিরিখে তারা আগাচ্ছে।
নৌবাণিজ্য অধিদপ্তরের (চট্টগ্রাম) প্রিন্সিপাল অফিসার সাব্বির মাহমুদ বলেন, ‘যেহেতু জাহাজ মালিকপক্ষের আগের অভিজ্ঞতা আছে, সেহেতু আলাপ আলোচনার মাধ্যমে তাঁরা সফল হতে পারবেন।’