ঢাকাসহ আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার ভোর ৬টা ১৪ মিনিটে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে সংঘটিত এই কম্পনের কেন্দ্র থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দূরত্ব ছিল প্রায় ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার।
এর আগে ১ ডিসেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৯। কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মিনজিন অঞ্চল, যা চট্টগ্রামসহ দেশের কিছু এলাকায় অনুভূত হয়েছিল।
গত ২৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটেও রাজধানীতে ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল। ওইদিন ভোরে সিলেট এবং কক্সবাজারের টেকনাফেও দুই দফায় কম্পন অনুভূত হয়।
এর আগে ২১ ও ২২ নভেম্বর প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের অঞ্চলে চারবার ভূমিকম্প হয়। ২১ নভেম্বর সকালে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে দেশে ১০ জনের মৃত্যু এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন।
সম্প্রতি অধিকাংশ ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে নরসিংদী অঞ্চলই চিহ্নিত হচ্ছে।