আগস্ট ১১, ২০২৫, ০১:০৫ পিএম
ছবি: সংগৃহীত
দেশে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থতি রয়েছে, সেই পরিস্থিতিতেই আগামী নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল দলকেও সহযোগিতা করতে হবে।
সোমবার, ১১ আগস্ট ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-৩ সংসদীয় আসনের ৩ নম্বর ভোটকেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের শরীরে থাকা ৪০ হাজার বডিক্যামেরা সেন্টার থেকে মনিটর করা হবে। সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ, আনসার মোতায়নসহ ৮০ হাজার সেনাবাহিনী ও বিজিবি সদস্য থাকবে।
এসময় ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সকল দলের সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেকোনো অন্যায় দেখলে তা প্রতিহত করতে জনগণের প্রতিও আহবান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার চলমান থাকবে।