মহাখালীর আমতলী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৫, ০৩:১৯ পিএম

মহাখালীর আমতলী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩০ মিনিটে আগুন লাগার খবর তারা পান। এরপর তৎক্ষণাৎ ইউনিটটি মহাখালীর আমতলী এলাকায় ছুটে যায় এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি।

Link copied!