দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসি হাবিবুল আউয়ালের সঙ্গে নির্বাচনী মত বিনিময়ে বসতে নির্বাচন কমিশন ভবনে অবস্থান করছে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। সভায় ইইউ-এর ১০ সদস্যের প্রতিনিধি অংশ নিচ্ছে।
নির্বাচন উপলক্ষে এ পর্যন্ত নেওয়া কমিশনের বিভিন্ন পদক্ষেপ এবং নির্বাচন পদ্ধতি সম্পর্কে বৈঠকে ব্রিফ করার প্রস্তুতি নিয়েছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ২২ নভেম্বর ই-মেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি যৌথসভায় বসতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে সময় চেয়েছিলেন।
ওই চিঠিতে সিইসিকে তিনি লেখেন, ‘সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের বর্তমান কর্মযজ্ঞ নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি যৌথ সভায় অংশ নেওয়ার সুযোগ চাই। মতবিনিময়ের জন্য আপনার সম্মতির জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচন মাঠ পরিদর্শনে নির্বাচন কমিশনাররা জেলায় সফররত থাকায় ইইউ-এর চাহিদামতো সময় না দিয়ে দুই দিন পরে আজ বৈঠকের জন্য আসতে অনুরোধ জানানো হয়েছে।
ইইউ প্রতিনিধি উপস্থিত রয়েছেন যারা
১. চার্লস হোয়াইটলি,রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন।
২. বার্নড স্প্যানিয়ার,উপপ্রধান, ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস।
৩. সিবাস্তিয়ান রিজার ব্রাউন, রাজনৈতিক কর্মকর্তা, ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস।
৪. আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্দে, রাষ্ট্রদূত, সুইডেন।
৫. ফান্সিসকো ডি এসিস বেনিতেজ সালাস, রাষ্ট্রদূত, স্পেন।
৬. এন্তোনিয়ো আলেকজান্দ্রো , রাষ্ট্রদূত, ইতালি।
৭. ইরমা ভ্যান ডুরেন , রাষ্ট্রদূত, নেদারল্যান্ডস।
৮. ক্রিস্টিয়ান ব্রিকস মোলার , রাষ্ট্রদূত, ডেনমার্ক।
৯. গিলোয়মে অদ্রেন ডি কারদেল, উপপ্রধান, ফ্রান্স দূতাবাস।
১০. জ্যান জোনাস্কি , উপরাষ্ট্রদূত, জার্মান দূতাবাস।