সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৬:০৪ পিএম

সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

গত জুলাই মাসে ইইউর একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করেছিল।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংঘাতের আশংকায় কোনো পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রাক-পর্যবেক্ষণ দলের প্রতিবেদনের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নিয়েছে ইইউ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকায় কর্মরত এক ইইউ কর্মকর্তা।

বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে ব্রাসেলসে ইইউ সদর দপ্তর থেকে অফিসিয়াল বিবৃতি আসতে পারে।

তবে ইইউর পক্ষ থেকে এ বিষয়ে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইইউর ঢাকা অফিসের বরাত দিয়ে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম বলেন, বাজেট স্বল্পতার কারণে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে যোগাযোগ রাখবে।

এ বিষয়টি ভোটকে প্রশ্নবিদ্ধ করবে কিনা— এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা সিইসি ভালো বলতে পারবেন। আর তারা ‘পূর্ণাঙ্গ’ কথাটি বলেছেন। কাজেই ছোট দল পাঠাবেন, নাকি এই দেশে যারা আছেন তারাই (পর্যবেক্ষণ) করবেন... কেন না, তারা যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন। সিইসি আমাকে তাদের মেইলের বিষয়টি জানাতে বলেছেন। আমি সেটুকুই জানি।

গত জুলাই মাসে ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সফর করেছিল। সে সময় বাংলাদেশে জাতীয় নির্বাচনের পরিবেশসহ নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনসহ বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করে।

তারা জানিয়েছিল সফরপরবর্তী প্রতিবেদন দেখে ‘ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল’ পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এখন ‘পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল’ না পাঠানোর সিদ্ধান্ত জানাল ইউরোপীয় ইউনিয়ন।

Link copied!